বগুড়া জেলার শিবগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৮০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন আসামী গ্রেফতার।
১৬ নভেম্বর, ২০১৯
এস,আই (নিরস্ত্র) মোঃ আবু সাঈদ খান, শিবগঞ্জ থানা, বগুড়া সংগীয় কং/৭৮৬ মোঃ জাহাঙ্গীর আলম, কং/১৬৩৮ মোঃ ফরিদুল ইসলাম, কং/১৩১৬ মোঃ ফারুক রেজা, ড্রাইঃ কং/৭২৪ মোঃ আনোয়ার হোসেন, সকলেই শিবগঞ্জ থানা, বগুড়াসহ শিবগঞ্জ থানার জিডি নং-৭৩৫, তারিখ-১৫/১১/২০১৯ খ্রিঃ মূলে শিবগঞ্জ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালিন ইং-১৫/১১/২০১৯ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন কিচক ইউনিয়নস্থ হরিপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশের্^ তিন মাথা মোড় পাকা রাস্তার উপর গাড়ী চেকিং ডিউটি করা কালিন গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ধামুরহাট হইতে ছেড়ে আসা ঢাকা গামী শাহ্ ফতেআলী যাত্রীবাহী বাস যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৪-৪২৫২ তে করিয়া দুইজন ব্যক্তি আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল নিজ নিজ হেফাজতে লইয়া ঢাকার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গাড়ী চেকিং ডিউটি করাকালিন ইং-১৫/১১/২০১৯ তারিখ ১২.১০ ঘটিকার সময় বাসটি পৌছামাত্র সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় সংকেত দিয়া থামাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বাসটি তল্লাশী করার সময় বর্ণিত বাসের B-1 আসনে যাত্রীবেসে বসে থাকা আসামী মোঃ সাজেদুর রহমান এর দেহ তল্লাশী করা কালে তার ডান হাতে ধরে রাখা একটি কালো অফিসিয়াল ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৪০ (চল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল এবং বর্ণিত বাসের B-2 আসনে যাত্রীবেসে বসে থাকা আসামী মোঃ নাজমুল হোসেন এর দেহ তল্লাশী করা কালে তাহার দুই পায়ের হাঁটুর উপর ডান হাতে ধরে থাকা একটি কালো রংয়ের স্কুলে ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৪০ (চল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল সর্ব মোট (৪০+৪০)= ৮০ (আশি) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ সাজেদুর রহমান (৫০), পিতা-মৃত আমজাদ হোসেন মেম্বার, সাং- উত্তর জাহানপুর, ২। মোঃ নাজমুল হোসেন (৩৩), পিতা- মোঃ জিল্লুর রহমান, সাং- জাহানপুর নানাইচ, উভয় থানা- ধামুরহাট, জেলা- নওগাঁদ্বয়কে গ্রেফতার করেন।