বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৫৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার।

২৫ জুন, ২০২১

 এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, সঙ্গীয় এসআই (নিঃ)  ব্রজেন চন্দ্র মাহাতো,  কং/৪৬৫ মোঃ আমিন আলী, কং/১৭১১ মোঃ হযরত আলী, ড্রাই কং/১৪৪৫ মোঃ শাহীন শেখ, সকলেই শিবগঞ্জ থানা, জেলা-বগুড়া ও ধৃত আসামী ১। মোঃ রাসেল খান (৪০), (এনআইডি নং- ৮৮২১১০৩০৮২৫২৭), পিতা- মৃত নেতা এ, কে এম ইউসুফজী খান, মাতা- মোছাঃ রওশনয়ারা খান, সাং- চালা মধ্যপাড়া, ২। মোঃ জান্নাতুল ফেরদৌস রাশেদ (৪০), ( এনআইডি নং- ৮৮২১১০৫০৯৬৯২৯), পিতা- মোঃ ছাইদুল আলম, মাতা- মোছাঃ ফরিদা ইয়াসমীন, সাং- চালা আদালত পাড়া, উভয় থানা- বেলকুচি, জেলা - সিরাজগঞ্জদ্বয়ের হেফাজত হইতে  উদ্ধারকৃত ১। মোট-৫৯ (ঊনষাট) বোতল ফেন্সিডিল। প্রতিটি বোতল প্লষ্টিকের ইনটেক কর্কযুক্ত প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে CHLORPHENIRAMINA MALEATE& CODEINE PHOSPHTE COUGH LINCTUS Phenesdyl 100ml.. সহ আরো ইংরেজী ও হিন্দিতে লেখা আছে। মোট ওজন ১০০ ঢ ৫৯= ৫,৯০০ মিঃ লিঃ। ২। ০১ টি Apache-1604 RTR  নীল সাদা রংয়ের মোটর সাইকেল যাহার রেজিঃ নং- সিরাজগঞ্জ- ল- ১১-৮০৭৯,  ৩। ০২ টি ৪। নগদ ৫০০০/- ( পাচ) হাজার টাকা সহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, শিবগঞ্জ থানার জি,ডি নং- ১১২২, তাং- ২৩/০৬/২০২১ ইং মূলে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবগঞ্জ থানা এলাকায় জরুরী ডিউটি করাকালে ইং- ২৩/০৬/২০২১ তারিখ ১৭.৪৫ ঘটিকায় হরিপুর বাসস্ট্যান্ডে অবস্থান কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শিবগঞ্জ থানাধীন গোপিনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ০২ জন ব্যক্তি মোটরসাইকেল দূর্ঘটনায় আহত অবস্থায় আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাহাদেরকে উদ্ধারের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা হয়ে ইং- ২৩/০৬/২০২১ তারিখ, সময় ১৭.৫৫ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন কিচক ইউনিয়নের গোপিনাথপুর বাসস্ট্যান্ডে জনৈক মোঃ লিটন, পিতা- মোঃ ইলিয়াস সরদার, সাং- গোপিনাথপুর, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়ার দোকানের সামনে পৌছিলে আহত অবস্থায় ব্যাক্তি ০২ জন কৌশলে ব্যাগ নিয়ে পলাইয়া যাওয়ার চেষ্টাকালে তাহাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ধৃত আসামী মোঃ রাসেল খান এর ডান হাতে থাকা নীল রংয়ের স্কুল ব্যাগটি উপস্থিতদের উপস্থিতিতে তল্লাশী করিয়া ব্যাগের ভিতর রক্ষিত ৫৯ (উনষাট) বোতল ফেন্সিডিল আসামী মোঃ রাসেল খান এর নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধার পূর্বক ইং- ২৩/০৬/২০২১ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় উপরোক্ত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ