দুপচাঁচিয়া তালোড়া ইউনিয়নে হিন্দু-মুসলিম সম্প্রীতি সমাবেশ ও কমিটি গঠন
২৬ অক্টোবর, ২০২১
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম(সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজরান রউফ,আদমদিঘী সার্কেল,বগুড়া মহোদয়ের সার্বিক তত্বাবধানে ইং২৪/১০/২০২১ তারিখে দুপচাঁচিয়া থানার তালোড়া ইউনিয়নের দেবখন্ড গ্রামে হিন্দু-মুসলিম সম্প্রীতি সমাবেশ ও কমিটি গঠন করা হয়। উক্ত সমাবেশে তালোড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব,মোঃ মেহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ হাসান আলী,অফিসার ইনচার্জ, দুপচাঁচিয়া থানা, বগুড়া।আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ অমিনুর রহমান,দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল হোসেন মহলদার। তালোড়া ইউনিয়ন অাওয়ামীলীগ এর সভাপতি মোঃ মোখলেছুর রহমান,তালোড়া পৌর আওয়ামী লীগের নেতা রাজু,০৯ নং ওয়ার্ড মেম্বর জনাব মোঃ সাদিকুল ইসলাম মজনু,০২ নং ওয়ার্ড মেম্বর জনাব মোঃ নজরুল ইসলাম, ০১নং ওয়ার্ড মেম্বর জনাব মোঃ পলাশ,তালোড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব মোঃ আঃ হাকিম।সমাবেশে সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে তালোড়া ইউনিয়নে যেন আইনশৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং একই ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। উক্ত সমাবেশে হিন্দু-মুসলিম, ইমাম,পুরোহিত,শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ ও স্থনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।