বগুড়া জেলার ধুনট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদকব্যবাসয়ী মোঃ লস্কর প্রাং গ্রেফতার ।
১৪ জানুয়ারী, ২০২২
অদ্য ১৩/১/২২ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় গোপন সংবাদ পাই যে ধুনট থানাধীন বেড়ের বাড়ি এলাকার মাদকব্যবসায়ী নিজ বাড়িতে অবস্থান করিয়া মাদক ক্রয় বিক্রয় করিতেছে উক্ত সংবাদের ভিত্তিতে ধুনট থানার এস আই মোর্শেদুল ইসলাম সংগিয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মাদক ক্রয় বিক্রয় কালে জনৈক মোঃ লস্কর প্রামাণিক (৫০) পিতা- মৃত-জনৈদুদ্দিন প্রাঃ সাং- বেড়েরবাড়ি থানা- ধুনট জেলা- বগুড়া কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার নিজ বাড়ির শয়ন কক্ষে বক্স খাটের নিচ হইতে ১০( দশ) কেজি গাঁজা মুল্য অনুমান- ৫০০০০০(পাঁচ লক্ষ) টাকা উদ্ধার করা হয়। আসামি ধুনট থানার একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। উক্ত বিষয় উক্ত আসামীর বিরুদ্ধে ধুনট থানার মামলা নম্বর- ০৭ তারিখ - ১৩/১/২২ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিঃ আইনের ৩৬(১) এর ১৯(খ) রুজু করা হয়। তাহার নামে ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।