কাহালুতে মাদকদ্রব্য ৮০০ গ্রাম গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৭ জুন, ২০২১

কাহালু থানা, বগুড়ার এসআই (নিরস্ত্র) মোঃ আবু শাহিন কাদির ও এএসআই(নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ কাহালু থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কাহালু থানাধীন দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম দক্ষিণপাড়াস্থ মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পিতা- মৃত ফেরদৌস আলম এর ডিপ মেশিন ঘরের ভিতর হইতে আসামী ১.মোঃ মাহাবুর রহমান সাকিদার (৪৫), পিতা- মৃত তরব উল্লাহ সাকিদার গ্রাম- দেওগ্রাম (দক্ষিণপাড়া) , ২. মোঃ আরফান প্রাং (৩৮), পিতা- মোঃ গোলাম মোস্তফা গ্রাম- দেওগ্রাম (নওদাপাড়া) , উভয় থানা- কাহালু, জেলা –বগুড়াদ্বয়কে গ্রেফতারপূর্বক তল্লাশী করে তাদের নিকট থেকে প্রাপ্ত (৫০০+৩০০)= ৮০০ (আটশত) গ্রাম গাঁজা ১৯-০৬-২০২১ তারিখ ১৮.১৫ ঘটিকায় জব্দ করেন। এ সংক্রান্তে কাহালু থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ