দুপচাঁচিয়া থানাধীন সদর ইউনিয়নের বাজারদিঘী বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন
১০ অক্টোবর, ২০২১
বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব নাজরান রউফ,আদমদিঘী সার্কেল,বগুড়া স্যারের তত্ত্বাবধানে দুপচাঁচিয়া থানার বিট পুলিশিং কার্যক্রমের আওতায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ রোধকল্পে এবং অপরাধ দমনের লক্ষ্যে দুপচাঁচিয়া থানার গুরুত্বপূর্ণ স্থানকে সিসি ক্যামেরার আওতাধীন আনার জন্য অত্র থানার বিটের আওতায় বাজারদিঘী বাজারে ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন,দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান অালী। দুপচাঁচিয়া উপজেলা আ‘লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল হোসেন মহলদার, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ মোমিনুর রহমান তালুকদার পলাশ। দুপচাঁচিয়া থানার এসআই মোঃ এরশাদ হোসেন। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইশারত আলী। সাধারন সম্পাদক মোঃ আফসার আলী। দুপচাঁচিয়া উপজেলা সদর ইউনিয়ন অাওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ বাকের সেন্টু। সদর ইউনিয়ন অাওয়ামীলীগ এর চেয়্যারমান মোঃ তোজাম্মেল হোসেন। এএসআই মোঃ ফরিদ উদ্দীন। দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মাহমুদ সূজা। সহ উপজেলা আওয়ামীলীগের নেত্ববৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ প্রমুখ।