দুপচাঁচিয়ায় নারী চোর চক্রের ২জন নারী আটক,চুরি হওয়া লক্ষাধিক টাকা থানা পুলিশের সহায়তায় উদ্ধার

০৪ ডিসেম্বর, ২০২১

গত ১৪(নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টার মধ্যবর্তী সময়ে দুপচাঁচিয়া থানার ইসলামী ব্যাংক শাখায় দুইজন এবং সোনালী ব্যাংক শাখায় একজন মহিলাসহ মোট তিনজন মহিলা তাদের প্রয়োজনের জন্য সর্বমোট ১লক্ষ,৩১হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিউ মার্কেটের নীচে পায়ে পায়ে সু ষ্টোরের সামনে কেনাকাটা করার পর টাকা দেওয়ার জন্য ভ্যনিটিব্যাগে হাত দিলে দেখে ব্যাগের চেইন খোলা।এই অবস্থায় ব্যাংকের কর্তৃপক্ষকে অবহিত করিলে উক্ত মহিলা গ্রাহকদেরকে থানায় গিয়ে এজাহার নামা দাখিল করিতে বলিলে তারা দুপচাঁচিয়া থানায় এসে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে একটি এজাহার নামা দাখিল করে। উক্ত এজাহারনামা পর্যবেক্ষণ করে থানার অফিসার ইনচার্জ হাসান আলী নিয়মিত মামলা রুজু করেন এবং মামলার তদন্তভার এসআই নিয়ামান নাসিরকে অর্পন করিলে তদন্তকারী অফিসার অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্হলের অাশেপাশের সিসি টিভি ক্যামেরা থেকে মামলার বাদীর সহায়তায় চোর চক্রের সদস্যদের সনাক্ত করেন এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বাজারদিঘী হাট সাজাপুর এলাকায় সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ২জন মহিলাকে আটক করে।বাকি ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।আটক মহিলারা হলো মোছাঃ জাকিয়া খাতুন(৩০),স্বামী-মোঃ রাজু মোল্লা,সাং-ভান্ডারগ্রাম.বেলতা,থানা-রানীনগর,জেলা-নওঁগা।মোছাঃ-তানিয়া খাতুন(২১).সাং-গাড়িদহ-কুটিরভিটা,থানা-শেরপুর,জেলা-বগুড়া।আটক মহিলাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে চুরি যাওয়া ১লক্ষ,৩১হাজার টাকা উদ্ধার করা হয়।







সর্বশেষ সংবাদ