অপহৃত ভিকটিম উদ্ধার ও ঘটনার সহিত জড়িত সকল আসামী গ্রেফতার
০৬ অক্টোবর, ২০২১
ভিকটিম মোঃ মোস্তফা রাশেদ(৫০), পিতা- মৃত আবেদ আলী প্রাং, স্থায়ী সাং- পোড়াপাইকড়, থানা- সোনাতলা, জেলা- বগুড়া, বর্তমান সাং- মাঝিড়া পাড়া, জেলা- শাজাহানপুর, জেলা- বগুড়া এর সম্পত্তি নিয়া তাহার বড় ছেলে আসামী ১। মোঃ খালেদ মাহমুদ (২৫), পিতা- মোঃ মোস্তফা রাশেদ, সাং- পোড়াপাইকড়, থানা- সোনাতলা, জেলা- বগুড়াসহ তাহার স্ত্রী মোছাঃ আনিছা বেগম (৪২) দ্বয়ের বিবাদ চলিয়া আসিতেছে। উক্ত বিবাদের কারনে গত ০২মাস পূর্বে তাহার নিজ বাড়ী সোনাতলা থানাধীন পোড়াপাইকড় গ্রাম হইতে শাজাহানপুর থানাধীন মাঝিড়া পাড়ায় ০৩ শতক জায়গার উপর তাহার ক্রয়কৃত বাড়ীতে আসিয়া বসবাস করিতে থাকে। ইং ০৫/১০/২০২১ তারিখ রাত্রী অনুমান ১২.৩০ ঘটিকার সময় ভিকটিমের বড় ছেলে ০১ নং আসামী খালেদ মাহমুদ ভিকটিমকে অপহরণ করিয়া হত্যা পর লাশ গুম করিয়া তাহার সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে আসামী ২। মোঃ মোসাদ্দেকুর রহমান (৩৬), পিতা- মৃত আঃ মজিদ, সাং- বালিয়া পুকুর, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, ৩। মোঃ অলি (৪২), পিতা- মৃত আঃ রহিম, সাং- মুন্সিপাড়া, থানা- কাশিয়াডাঙ্গা, জেলা- রাজশাহী, ৪। মোঃ আঃ সাত্তার (৩৬), পিতা- মৃত আবুল কাশেম, সাং- কয়ের দাড়া বিলপাড়া, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, ৫। মোঃ নোমান আরাফাত (২৫), পিতা- মোঃ আরিফুল ইসলাম, সাং- পৈলানপুর, ৬। মোঃ আজিজুর রহমান সুমন (৪৪), পিতা- মোঃ শহিদ আলী, সাং- ছাতিয়ানী, ৭। ড্রাইভার মোঃ মানিক শেখ (৩২), পিতা- মোঃ রেহেজ শেখ, সাং- লস্করপুর, সর্ব থানা- পাবনা সদর, জেলা- পাবনাগণদের সঙ্গে লইয়া ভিকটিমের বসত বাড়ীর পশ্চিম দুয়ারী ঘরে অনধিকার প্রবেশ করিয়া শাজাহানপুর থানা পুলিশের পরিচয় দিয়া তাহাকে আসামীদের সহিত শাজাহানপুর থানায় নিয়ে যাইতে চায়। ভিকটিম রাজী না হইলে আসামীগণ ভিকটিমের মুখ চাপিয়া ধরিয়া নাইলনের রশি দ্বারা দুই হাত বাধিয়া কোলে করিয়া আলগাইয়া শাজাহানপুর থানাধীন মাঝিড়া বাজারে জনৈক মোঃ আঃ ছালামের রাইচ মিলের নিকট পাকা রাস্তার উপর থাকা একটি সাদা নোহা মাইক্রোবাসে জোর পূর্বক উঠায়। সাক্ষীগন ঘটনা দেখিয়া মাইক্রোবাস আটকাইয়া শাজাহানুর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যাইয়া ভিকটিমকে উদ্ধার করে, আসামীদের গ্রেফতার পূর্বক তাহাদের অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও নাইলনের রশি জব্দ করিয়া থানায় নিয়া আসে। আসামীদের বিরুদ্ধে শাজাহানপুর থানার মামলা নং-০৬, তাং-০৫/১০/২০২১ খ্রিঃ ধারা- ৪৪৮/৩২৩/১৭০/৩৬৪/৫০৬/৩৪ পেনাল কোড মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে