Posted Date
: 12 Nov 2019
Posted By
: District
বগুড়া ডিবি পুলিশ কর্তৃক ভূয়া নিয়োগপত্র তৈরি করে সেনাবাহিনীতে নিয়োগের নামে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার
১২ নভেম্বর, ২০১৯
বগুড়া ডিবি পুলিশ কর্তৃক ভূয়া নিয়োগপত্র তৈরি করে সেনাবাহিনীতে নিয়োগের নামে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ আবু মুছা(26), পিতা-মৃত রইচ উদ্দিন মোল্লা, সাং-নাংলু শিমুল ট্যাক, থানা-গাবতলী, জেলা-বগুড়া ও মোঃ আজিজুল ইসলাম(38), পিতা-মৃত ইসাহাক সরকার, সাং-বাদাল চান্দপুর, থানা-ধামুরহাট, জেলা-নওগাঁদ্বয়কে আটক করে ও তাদের হেফাজত হতে চেক ও স্ট্যাম্প উদ্ধার করে।
সর্বশেষ সংবাদ