বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ইয়াবা ও ফেন্সিডিল সহ ০৩ জন গ্রেফতার।

০৩ নভেম্বর, ২০১৯

শিবগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শিবগঞ্জ থানার জিডি নং- ৫৪, তারিখ-০২/১১/২০১৯ ইং মূলে অত্র শিবগঞ্জ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালিন ইং-০২/১১/২০১৯ তারিখ ০৯.১৫ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ আমতলী বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শিবগঞ্জ থানাধীন হরিপুর বাস ষ্ট্যান্ডের সামনে জয়পুরহাট টু মোকামতলা গামী পাকা রাস্তার উপর দুইজন যুবক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ নিজ হেফাজতে রাখিয়া বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। বাদী উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ইং- ০২/১১/২০১৯ তারিখ ০৯.২০ ঘটিকার সময় রওনা হইয়া ০৯.৩০ ঘটিকার শিবগঞ্জ থানাধীন হরিপুর বাস ষ্ট্যান্ডের সামনে জয়পুরহাট টু মোকামতলা গামী পাকা রাস্তার উপর হইতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রশিকুল (২৫), পিতা-মৃত আখের আলী ২। মোঃ শাওয়ন (২৩), পিতা- মোঃ আনছার আলী, উভয় সাং- রাইপুর, থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করেন। ধৃত আসামী মোঃ রশিকুল এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা সাদা পলিথিন দ্বারা মোড়ানো লাল রংয়ের নেশা জাতীয় ০৫ (পাঁচ) পিচ এবং ধৃত আসামী মোঃ শাওয়ন এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত প্যান্টের বাম পকেটে ভিতরে থাকা সাদা পলিথিন দ্বারা মোড়ানো লাল রংয়ের নেশা জাতীয় ০৫ (পাঁচ) পিচ সর্ব মোট (০৫+০৫)= ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০১ জন আসামীকে ০৪ বোতলন ফেন্সিডিলসহ আটক করেন। ঘটনা সংক্রান্তে পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ