বগুড়া সদর থানায় বার্মিজ চাকু সহ আসামী গ্রেফতার

২৮ অক্টোবর, ২০১৯

বগুড়া সদর থানাধীন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীতে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব শাহ্ মোঃ এনায়েতুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১। মোঃ ওয়াহেদ ফারুকী @ মেঘ (২০), পিতা- মোঃ ওয়াদুদ সরকার স্থায়ী : গ্রাম- মালগ্রাম (দক্ষিণপাড়া) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া ইং ২৭/১০/২০১৯ তারিখ রাত্রী ০১.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মালগ্রাম নিলা হাজীর মোড়, শামীমের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১(এক)টি অত্যাধুনিক বার্মিজ চাকু সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-১০৬, তারিখ- ২৭ অক্টে, ২০১৯; জি আর নং-১১৫৫/২০১৯, তারিখ- ২৭ অক্টে, ২০১৯; সময়- সময় ১০.৫০ মিনিট ধারা- ১৯ (e) ১৮৭৮  রুজু হয়।







সর্বশেষ সংবাদ