বগুড়া জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং/২০১৯ উপলক্ষ্যে“পুলিশের সঙ্গে কাজ করি মাদক জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।

২৭ অক্টোবর, ২০১৯

ইং ২৬/১০/২০১৯ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় পুলিশের সঙ্গে কাজ করি মাদক জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্য সামনে নিয়ে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং/ ২০১৯ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাংসদ সদস্য জনাব মোঃ হাবিবর রহমান। শহরের খোকন পার্ক হইতে র‌্যালিটি সাতমাথা হইয়া, বড়গোলা হইয়া টিটু মিলনায়তনে গিয়া শেষ হয়। উক্ত র‌্যালিতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী লিফলেট নিয়ে ২১টি ওয়ার্ড, ১১টি ইউনিয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৫০০০ থেকে ৬০০০ হাজার লোক উপস্থিত হয়। র‌্যালি শেষে টিটু মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম বার। বক্তব্য রাখেন, বগুড়া-৫ আসনের সাংসদ জনাব মোঃ হাবিবর রহমান, জেলা প্রশাসক জনাব মোঃ ফয়েজ আহাম্মদ, জেলা-কমিউনিটি পুলিশিং এর সমন্বয় সমিটি এবং প্রেস ক্লাবের সভাপতি জনাব মোজাম্মেল হক লালু, সদর উপজেলার চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান শফিক, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ রুহুল আমিন এবং বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব মোঃ মাসুদার রহমান মিলন সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে বিতর্ক এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







সর্বশেষ সংবাদ