“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়া জেলায় বিভিন্ন অনুষ্ঠিনের মধ্য দিয়ে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০১৯

২৭ অক্টোবর, ২০১৯

“পুলিশের সঙ্গে কাজ করি,
মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য ২৬ অক্টোরব ২০১৯ তারিখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে জেলা পুলিশ বগুড়ার ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করলেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার মহোদয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আলহাজ্ব মোঃ হাবিবর রহমান, মাননীয় সদস্য সদস্য বগুড়া-৫ ও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে ছিলেন জনাব মোঃ ফয়েজ আহাম্মদ, জেলা প্রশাসক, বগুড়া, জনাব ডাঃ মোঃ মকবুল হোসেন, চেয়ারম্যান, জেলা পরিষদ, বগুড়া এবং ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, বগুড়া জেলা শাখা, জনাব মোজাম্মেল হক, সভাপতি, কমিউনিটি পুলিশিং, জেলা সমন্বয় কমিটি এবং প্রেসক্লাব, বগুড়া। কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে বগুড়া পৌর খোকন পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদর্শন করে শহীদ টিটু মিলনায়তনে শেষ হয়। শহীদ টিটু মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে রক্তদান কর্মসূচী থেকে শুরু করে বির্তক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, বগুড়া জেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণসহ অন্যান্য সদস্যগণ।







সর্বশেষ সংবাদ