Posted Date
: 24 Oct 2019
Posted By
: Thana
বগুড়া জেলার ধুনট থানা এলাকা হতে ৭৯ পিচ ইয়াবা ০১ জন এবং গ্রেফতারী পরোয়ানা মুলে ০১ জন গ্রেফতার
২৪ অক্টোবর, ২০১৯
ধুনট থানাএলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মনির হাসান(২৪), পিতা-মোঃ আবু সাঈদ স্থায়ী : গ্রাম- উত্তর শহরাবাড়ী,থানা-ধুনট, জেলা-বগুড়া ২। মোঃ সাইফুল ইসলাম,পিতা-রবিউল ইসলাম,সাং-নলডাংগা,থানা-ধুনট,জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ