
Posted Date
: 24 Oct 2019
Posted By
: Thana
বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ একাধিক মামলার আসামী গ্রেফতার
২৪ অক্টোবর, ২০১৯
বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে সদর পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই মোঃ জিলালুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১। রিনা (৪৭), পিতা- মৃত মকবুল হোসেন ওরফে ডিসি, স্বামী/স্ত্রী-মোঃ রফিকুল ইসলাম স্থায়ী : (গ্রাম-নামাজগড় তেতুল তলা) , উপজেলা/থানা-বগুড়া সদর, বগুড়া, বগুড়াকে ইং ২৩/১০/২০১৯ তারিখ রাত্রি ২৩.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সেউজগাড়ী স্টেশন রোডস্থ দেলোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০(ত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৯৬, তারিখ- ২৩ অক্টে, ২০১৯; জি আর নং-১১৪৫/১৯, তারিখ- ২৩ অক্টে, ২০১৯; সময়- সময় ০৮.১০ মিনিট ধারা- ৩৬(১) এর ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু হয়।
সর্বশেষ সংবাদ