বগুড়া শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে গাঁজাসহ ০১ জন আটক

২৩ অক্টোবর, ২০১৯

এস,আই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান মোল্যা, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন কং/৯৯৮ মোঃ ইব্রাহিম হোসেন কং/৪৫১ মোঃ ইনছার আলী ড্রাইঃ কং/১৭৭৮ মোঃ বাকী বিল্লাহ সকলেই মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ থানা, জেলা-বগুড়া গন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং-৬৬৯, তারিখ-২১/১০/২০১৯ খ্রিঃ মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালীন রাত্রী ০১.৩০ ঘটিকার সময় মোকামতলা বাসস্ট্যান্ডে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দিনাজপুর হইতে ছেড়ে আসা ঢাকাগামী ‘আহাদ’ এন্টারপ্রাই এর যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৩-০২৪৭ তে করে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য শুকনা গাঁজা লইয়া ঢাকার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-২২/১০/২০১৯ খ্রিঃ রাত্রী ০২.০৫ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌঁছাইলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বাসটি তল্লাশী করার সময় বর্ণিত বাসের G-4 আসনে বসে থাকা যাত্রী ধৃত আসামী  ১। মোঃ মশিয়ার রহমান (৫০), পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং- বাজিতপুর, থানা- নবাবগঞ্জ,  জেলা- দিনাজপুর এবং আসামীর হেফাজত হইতে  সাদা কসটেপ ও পলিথিন দ্বারা মোড়ানো মাদকদ্রব্য শুকনা গাঁজা, যাহার মোট ওজন ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায়র মামলা নং-৪৩, তাং-২২/১০/২০১৯ তারিখ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ