বগুড়া জেলার শিবগঞ্জ থানা কর্তৃক দেশীয় তৈরী মদ সেবনকারী ০৪ জন গ্রেফতার।
২১ অক্টোবর, ২০১৯
শিবগঞ্জ থানা, বগুড়ায় কর্মরত এস,আই (নিরস্ত্র) মোঃ আবু সাঈদ খান, সংগীয় কং/১৩১৬ মোঃ ফারুক রেজা, কং/১৭৭২ মোঃ মহিনুর ইসলাম, কং/১০০২ মোঃ আবু ছালেহ ড্রাই কং/১১৩২ মোঃ মিজানুর রহমানসহ শিবগঞ্জ থানার জিডি নং-১০৫৮ তারিখ-২০/১০/২০১৯ ইং মূলে অত্র শিবগঞ্জ থানা মোকামতলা টু জয়পুরহাট রোডে আমতলী হইতে সাদুরিয়া পর্যন্ত রাত্রী কালিন টহল ডিউটি করা কালিন ইং-২১/১০/২০১৯ তারিখ রাত্রী ০০.২০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন কিচক বাজারে অবস্থান কালে বাজারের লোকজন জানায় যে, শিবগঞ্জ থানাধীন কিচক বাজারের পশ্চিমে কেকা ফিলিং ষ্টেশনের পার্শ্বে জনৈক মোঃ আবুল কালাম, পিতা-মৃত কোরবান আলী, সাং- মাটিয়ান, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়ার দোকানের সামনে ০৪ জন যুবক মদ্যপান করিয়া মাতলামি করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত এসআই (নিঃ) সঙ্গীয় ফোর্সসহ ইং-২১/১০/২০১৯ তারিখ রাত্রী ০০.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থলে আসামী ১। মোঃ ওমর ফারুক (২৩), পিতা- মোঃ আঃ ওহাব মন্ডল ২। মোঃ জনাইদুল ইসলাম রেজা (২৪), পিতা- মোঃ মোস্তাফিজার রহমান, উভয় সাং- কালাই পৌরপাড়া (সিনেমাহল), থানা- কালাই, ৩। মোঃ রিজু আহম্মেদ (২১), পিতা- মোঃ খয়বর রহমান ৪। মোঃ রাশেদুল ইসলাম (২৪), পিতা- মোঃ আমিন, উভয় সাং- আমদই, থানা-জয়পুরহাট সদর, সর্ব জেলা- জয়পুরহাটগণ আটক করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানার মামলা নং-৩৯,তারিখ -২১/১০/২০১৯ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৪২ রুজু করা হয়।