Posted Date
: 21 Oct 2019
Posted By
: Thana
বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার।
২১ অক্টোবর, ২০১৯
ইং-২০/১০/১৯ তারিখ এসআই(নিঃ) মোঃ মনোয়ারুল ইসলাম সংগীয় অফিসার সহ নন্দীগ্রাম থানাধীন পৌরসভার অর্ন্তগত বগুড়া টু নাটোরগামী মহাসড়ক হইতে নন্দীগ্রাম কাচা বাজার গামী রাস্তার প্রবেশ মূখে নামক স্থানে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ ০২জন আসামীকে আটক করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করিলে নন্দীগ্রাম থানার মামলা নং-১৮ তাং-২০/১০/১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়।
সর্বশেষ সংবাদ