বগুড়া জেলায় অসহায় নারীর ৫০ হাজার টাকা পেয়ে ফিরিয়ে দিলেন কনস্টেবল ট্রাফিক অজিত

২০ অক্টোবর, ২০১৯

প্রবাসী ছেলের পাঠানো টাকা বগুড়ার ইসলামি ব্যাংক থেকে উঠিয়ে নিজের বাড়ি যাওয়ার জন্য রিকসায় চেলোপাড়া যাচ্ছিলেন সোনাতলা থানার চরপাড়া গ্রামের মালেকা বেগম। ভুলে টাকার ব্যাগ রিকসায় ফেলে নেমে যান তিনি। রিকসাওয়ালা ব্যাগ নিয়ে চম্পটের চেষ্টা করলে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল অজিতের চোখে পড়ে। বিশালদেহি অজিত রিকসাওয়ালাকে ব্যাগসহ ধরে ফেলেন। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে সেই নারীকে খুঁজে বের করে পুলিশ সুপার স্যারের উপস্থিতিতে সেই টাকা হস্তান্তর করা হয়। ঘটনাচক্রে সেইসময় বগুড়ার সকল উপজেলা চেয়ারম্যান এবং জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ