Posted Date
: 17 Oct 2019
Posted By
: Thana
বগুড়া শেরপুর থানায় ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতার
১৭ অক্টোবর, ২০১৯
ইং-১৬/১০/২০১৯ তারিখ রাত্রি অনুমান ১৯.৩০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ২নং গাড়ীদহ ইউনিয়নের অন্তর্গত দশমাইল বাজার এলাকা হইতে ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আসাদুজ্জামান@বেলাল (৩২), পিতা-মৃত মনিরুজ্জামান, সাং-রহিমাবাদ উত্তর পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করিয়া তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সর্বশেষ সংবাদ