বগুড়া নন্দিগ্রাম থানায় গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার

১৭ অক্টোবর, ২০১৯

ইং-১৫/১০/২০১৯ খ্রিঃ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিঃ) আমি আজিজুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ নন্দীগ্রাম থানাধীন ৪নং থালতা মাঝগ্রাম ইউপিস্থ থালতা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে থালতা মাঝগ্রাম ফাজিল মাদ্রাসাগামী ইট বিছানো রাস্তায় ২৯(উনত্রিশ) পুরিয়া গাঁজা ওজন ৭৫(পচাত্তর) গ্রাম সহ ০১(এক) জন আসামী গ্রেফতার করেন। যাহার পেক্ষিতে নন্দীগ্রাম থানার মামলা নং-১৩ তাং-১৬/১০/২০১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১৯(ক) রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ