বগুড়া সদর থানায় চাকু সহ একাধিক মামলার আসামী গ্রেফতার

১৬ অক্টোবর, ২০১৯

বগুড়া সদর থানাধীন সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ জিলালুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ ১. মোঃ রতন (২৭), পিতা- বাদল ব্যাপারী স্থায়ী : গ্রাম- উত্তর চেলোপাড়া, উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ ২. মোঃ জহুরুল সরকার (২৪), পিতা- মোঃ মিঠু সরকার স্থায়ী : গ্রাম- উত্তর চেলোপাড়া, উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ ৩. মোঃ শাহাজাদা (২৮), পিতা- মৃত সিরাজ প্রাং স্থায়ী : গ্রাম- উত্তর চেলোপাড়া, উপজেলা/ থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ বগুড়াদেরকে ইং ১৫/১০/২০১৯ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন রাজাবাজারস্থ মদিনা ভান্ডারের পশ্চিম পার্শ্বে হইতে ০৩(তিন)টি বার্মিজ চাকু সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া সদর থানার এফ আই আর নং-৬১, তারিখ- ১৫ অক্টে, ২০১৯; জি আর নং-১১১০/২০১৯, তারিখ- ১৫ অক্টে, ২০১৯; সময়- সময় ১৮.৩০ মিনিট ধারা- ১৯ (e) ১৮৭৮ সালের অস্ত্র আইন; রুজু হয়।







সর্বশেষ সংবাদ