বগুড়া সদর থানায় ইয়াবা ট্যাবলেট সহ আসামী গ্রেফতার

১৬ অক্টোবর, ২০১৯

বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব মোঃ শফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. (4QALD) মোঃ স্বপন পাইকার (২৮), পিতা- মোঃ নুরুল ইসলাম পাইকার স্থায়ী : গ্রাম- ফুলবাড়ী (পাইকাড় পাড়া) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াকে ইং ১৫/১০/২০১৯ তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন জয়পুরপাড়াস্থ টিএমএসএস স্কুল এন্ড কলেজ এর পূর্ব পার্শ্বে নদীর ঘাটে রাস্তার উপর ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা টাবলেট সহ আটক করেন। এই সংক্রান্তে (1646L) বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৫৭, তারিখ- ১৫ অক্টে, ২০১৯; জি আর নং-১১০৬/১৯, তারিখ- ১৫ অক্টে, ২০১৯; সময়- সময় ১১.৪৫মিনিট ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।







সর্বশেষ সংবাদ