বগুড়া সদর থানায় ইয়াবা ট্যাবলেট সহ আসামী গ্রেফতার

১৬ অক্টোবর, ২০১৯

 

 

 বগুড়া সদর থানায় কর্তরত এসআই মোঃ নুর আলম সংগীয় অফিসার ও ফোর্স সহ  আসামী  মোঃ রাহিত্ব হাসান (২০) পিতা মোঃ আঃ সাত্তার, সাং- নিশিন্দারা উত্তরপাড়া, থানা ও জেলা-বগুড়াকে বগুড়া সদর থানাধীন  বগুড়া জেলা জেলখানা ব্রীজের পশ্চিমপার্শ্বে বগুড়া জেলা কারাগার  এর আরপি গেটের সামনে পাকা রাস্তার উপর ইং-১৫/১০/২০১৯তারিখ ১১.১৫ ঘটিকার সময় ৫২পিচ ইয়াবা ট্যাবলেট ওজন ৫.২গ্রাম সহ ধৃত করিয়া এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানায় একটি রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ