বগুড়া সদর থানায় পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মামলার ০৩(তিন) জন আসামী গ্রেফতার

১৫ অক্টোবর, ২০১৯

বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ আব্দুল গফুর সংগীয় অফিসার ফোর্স সহ ১. (3VSLP) মোঃ আরিফ হোসেন (৩০), পিতা- মৃত বাচ্চু সরকার, মাতা- আঙ্গুর রহমান স্থায়ী : গ্রাম-চকঝপু, উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ  ২. (4VL3C)  মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০), পিতা- মোঃ আলাউদ্দিন, মাতা- মোছাঃ রাজেনা স্থায়ী : গ্রাম- ফুলবাড়ী (মধ্যপাড়া, শোলাগাড়ী) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ, ৩. (6BQ4D) মোঃ মিলন আকন্দ (২৮), পিতা- মোঃ আঃ খালেক আকন্দ স্থায়ী : গ্রাম- মুরইল (দপ্তরীপাড়া ) , উপজেলা/থানা- কাহালু, বগুড়াদেরকে ইং ১৪/১০/২০১৯ তারিখ রাত্রী ২০.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন বগুড়া ডিসি অফিস গেট সংলগ্ন বগুড়া জেলা কারাগার এর আরপি গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে একটি পিস্তল সহ ৪০(চল্লিশ) পিচ ইয়াবা টাবলেট আটক করেন। এই সংক্রান্তে 1641T) বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৫৫, তারিখ- ১৪ অক্টে, ২০১৯; জি আর নং-১১০৪/২০১৯, তারিখ- ১৪ অক্টে, ২০১৯; সময়- সময় ২৩.৩৫ মিনিট ধারা- ১৯ (a) ১৮৭৮ সালের অস্ত্র আইন; তৎসহ ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।







সর্বশেষ সংবাদ