বগুড়া সদর থানায় ফেন্সিডিলসহ আসামী গ্রেফতার

১৫ অক্টোবর, ২০১৯

বগুড়া সদর এসআই মোঃ নুর আলম  সংগীয়  অফিসার এএসএসআই মোঃ সাখাওয়াত হোসেন, সোহেল রানা (১), সরদার কায়েস সহ  আসামী মোঃ ইয়াছিন (১৯), পিতা- মোঃ রিপন মোল্লা স্থায়ী : গ্রাম-ঘোড়াশাল  (মোল্লা বাড়ী) উপজেলা/থানা- মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ বর্তমান : গ্রাম- পূর্ব রামপুরা (লিয়াকত আলী কমিশনারের টিনসেড বাড়ী) , উপজেলা/থানা- রামপুরা, ডিএমপি ঢাকা, বাংলাদেশ  ইং-১৩/১০/২০১৯তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় নেশা জাতীয় মাদকদ্রব্য  ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ । উদ্ধার  (১) ১৫ বোতল ফেন্সিডিল ওজন ১৫০০ মিঃ লিঃ (২) একটি FZ ১৫৩ সিসি লাল রংয়ের  মোটর সাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৪-১৫২৩, ইঞ্জিন নং-2CK3004215 চেচিস নং- 2CK31508540 সহ ধৃত  করে।  এই সংক্রান্তে  বগুড়া বগুড়া সদর থানায় একটি রুজু করা হইয়াছে।

 







সর্বশেষ সংবাদ