বগুড়া গাবতলী থানায় ০৬ জন আসামী গ্রেফতার সহ ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

১৫ অক্টোবর, ২০১৯

এসআই মোঃ রিপন মিঞা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গাবতলী থানাধীণ আলতা বাজারস্থ জনৈক মোস্তার দোকানের সামনে আলতা বাজার টু নারুয়ামালাগামী পাকা রাস্তার পাশে আসামী ১। মোঃ শহিদুল @ শহিদ (২৪) পিতা-মোঃ মিনহাজুল প্রাং সাং-মধ্যকাতুলী ২। মোঃ মন্তেজার @ মন্তা (৩২) পিতা-মৃত সাইর উদ্দিন ৩। মোঃ রাকিব (১৯) পিতা-মোঃ বিলজার প্রাং ৪। মোঃ সুজন (১৯) পিতা-মোঃ বজলু প্রাং ৫। মোঃ সাঈদ (২৫) পিতা-মৃত আলতাব আলী ৬। মোঃ শহিদ হাসান (২৬) পিতা-মৃত জিল্লুর রহমান সকলের সাং-চককাতুলী সর্ব থানা-গাবতলী, জেলা-বগুড়াগনদেরকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ে করা কালে ধৃত করেন এবং তাহাদের হেফাজতে থাকা সর্বমোট ১৮(আঠার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে গাবতলী মডেল থানার মামলা নং-০৯, তাং-১২/১০/১৯ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১০(ক)।







সর্বশেষ সংবাদ