বগুড়া ডিবি পুলিশ কর্তৃক বগুড়ার মহাস্থানে ছয় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সাথে জড়িত চারজনকে গ্রেফতারসহ ছিনতাইকৃত দেড় লক্ষ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার

১৪ অক্টোবর, ২০১৯

বগুড়ার মহাস্থানে ছয় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সাথে জড়িত ০৪ ( চার ) জনকে গ্রেফতার করেছে । বগুড়া ডিবি পুলিশ । গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত দেড় লক্ষ টাকা ও ছিনতাই কাজে ব্যাবহৃত দুইটি মােটরসাইকেল ।  পুলিশ সুপার বগুড়ার সার্বিক দিক নির্দেশনায় ডিবির ইনচার্জ মােঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার একটি চৌকস টিম গত ১৩/১০/২০১৯ তারিখ বিকাল হইতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা হইতে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হল - ১ । মােঃ মনােয়ারুল ইসলাম রাকিব ( ২২ ) , পিতা মােঃ রফিকুল ইসলাম , সাং বিষাবড়গাছা , থানা কাহালু , জেলা বগুড়া , ২ । মােঃ নজরুল ইসলাম ( ২৫ ) পিতা মৃত হায়দার আলী , সাং বিষাবড়গাছা , থানা কাহালু , জেলা বগুড়া , ৩ । মােঃ নাছিম আহাম্মেদ নয়ন ( ১৯ ) , পিতা মােঃ নুরুল ইসলাম , সাং বিষাবড়গাছা , থানা কাহালু , জেলা বগুড়া , ৪ । মােঃ তরিকুল ইসলাম আতিক ( ২১ ) , পিতা তােজাম মন্ডল , সাং পলিগাতি , থানা শিবগঞ্জ , জেলা বগুড়া । গত ০৩/১০/২০১৮ তারিখ শিবগঞ্জ উপজেলার ছানিয়ানপাড়া গ্রামের আলু ব্যাবসায়ী মােসাদ্দেক । হােসেন তার চাচা সাজুকে নিয়ে বিকাল ০৪.০০ টার দিকে রুপালী ও ইসলামী ব্যাংক মহাস্থান শাখা থেকে ৬,২০,০০০/- ( ছয় লক্ষ বিশ হাজার ) টাকা তুলে মােটরসাইকেল যােগে ফিরছিলাে । পথিমধ্যে বগুড়া রংপুর মহাসড়কে মহাস্থান ব্রিজের উত্তর পাশে মাঝিপাড়া মােড় নামক স্থানে পৌছিলে অপর একটি মােটরসাইকেলে তিনজন ছিনতাইকারী গতিরােধ করে ধাক্কা দিয়ে মােটরসাইকেল হতে ফেলে দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় । এব্যাপারে মােসাদ্দেক হােসেন বাদী হয়ে শিবগঞ্জ থানার মামলা নং - ০৯ তারিখ - ০৪/১০/২০১৯ , ধারা ৩৯২ দঃবিঃ দায়ের করে । মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার করতে মাঠে নামে । বিভিন্ন কৌশলে ডিবি পুলিশ ছিনতাইকারী চক্রের মূল হােতা তরিকুল ইসলাম আতিককে গ্রেফতার করে । পরে তার স্বীকারােক্তিতে অপর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ০৫ ( পাঁচ ) জনের একটি দল ছিনতাই কাজে জড়িত ছিলাে । এরমধ্যে দুইজন মহাস্থান ব্যাংক এলাকায় অবস্থান করিয়া মােসাদ্দেক হােসেনের গতিবিধি ফলাে করিয়া মােটরসাইকেলসহ পথিমধ্যে অবস্থান করা অপর তিনজন ছিনতাইকারীদের সংবাদ দিলে তিনজনের দলটি মােসাদ্দেক হােসেনকে ফলাে করিয়া তাহার টাকার ব্যাগ ছিনতাই করিয়া নেয় । ছিনতাইকারী ০৫ জনের মধ্যে ১ । মােঃ মনােয়ারুল ইসলাম রাকিব ১,৮০,০০০/- , ২ । মােঃ নজরুল ইসলাম ১,১০,০০০/- , ৩ । মােঃ নাছিম আহাম্মেদ নয়ন ১,১০,০০০/- , ৪ । মােঃ তরিকুল ইসলাম ( আতিক) ১,১০,০০০/- করে ভাগ করে নেয় । ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারের পর ১ । তরিকুল ইসলাম আতিক এর বাড়ী হতে ৮০,০০০/- টাকা , ২ । মনােয়ারুল ইসলাম @ রাকিবের বাড়ী হইতে ৪০,০০০/- টাকা ও ছিনতাই কাজে ব্যাবহৃত জিকসার মােটরসাইকেল , ৩ । মােঃ নাছিম আহাম্মেদ নয়ন এর হেফাজত হইতে ৩০,০০০/- টাকা ও ছিনতাই কাজে ব্যাবহৃত পালসার মােটরসাইকেল উদ্ধার করা হয় । অপর পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারের লক্ষে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত আছে ।







সর্বশেষ সংবাদ