Posted Date
: 13 Oct 2019
Posted By
: Thana
বগুড়া সদর থানায় ইয়াবা ট্যাবলেট সহ আসামী গ্রেফতার।
১৩ অক্টোবর, ২০১৯
বগুড়া সদর পুলিশ পরিদর্শক শাহ মোঃ এনায়েতুর রহমান সংগীয় সংগীয় অফিসার ও ফোর্স সহ আসামী মোঃ আঃ কাফি (২৯) পিতা মোঃ আলাউদ্দিন সাং- নাটাইপাড়া (পাইবাস) থানা-বগুড়া সদর জেলা-বগুড়াকে ইং-১৩/১০/২০১৯তারিখ ১০.৩০ ঘটিকার সময় ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ওজন ০৩গ্রাম ধৃত করিয়া এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানায় একটি রুজু করা হইয়াছে।
সর্বশেষ সংবাদ