বগুড়া সদর থানায় ইয়াবা ট্যাবলেট সহ আসামী গ্রেফতার।

১৩ অক্টোবর, ২০১৯

 

বগুড়া সদর এসআই মোঃ রহিম উদ্দিন সংগীয় সংগীয় ফোর্স সহ  আসামী মোঃ গোলাম রব্বানী (৪২) পিতা মোঃ জহুরুল ইসলাম, সাং-হাজরাদিঘী চকপাড়া, থানা-বগুড়া সদর জেলা-বগুড়া।  ইং-১৩/১০/২০১৯তারিখ ০১.৫৫ ঘটিকার সময় ৮০পিচ ইয়াবা ট্যাবলেট ওজন ০৮গ্রাম  ধৃত করিয়া এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানায় একটি রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ