বগুড়া সদর থানায় প্রতারণার মামলায় আসামী মোঃ আহসানুল হাসান লিটন (৩৮) গ্রেফতার।

১৩ অক্টোবর, ২০১৯

আসামী ১। মোঃ আহসানুল হাসান লিটন(৩৮)পিতা-মৃত আব্দুর রউফ, শ্বশুর মৃত নান্নু ড্রাইভার ২। মোছাঃ মনি বেগম (৩০)স্বামী মোঃ আহসানুল হাসান লিটন উভয় সাং-বুজরুক মাঝিড়া, থানা ও জেলা-বগুড়াদ্বয় বাংলাদেশ রেল্ওয়েতে  অফিস সহকারী সহ বিভিন্ন পদে চাকুরী দেওয়ার নামে ভূয়া নিয়োগপত্র দিয়া  ভুক্তভোগী (১) মোঃ হাসান আলী (৩৬),পিতা-মৃত মোজাহার আলী সাং-মাটিয়াপাড়া, থানা ও জেলা-নাটোর (২) মোঃ সুকতার আলী (৩২) পিতা মোঃ হযরত আলী, (৩) মোঃ কোরবান আলী (৩৬) পিতা মৃত শাহাদৎ হোসেন, উভয় সাং- দোমাদী, (৪) মোঃ তারেক মাহমুদ (২৮) পিতা মোঃ  নুর ইসলাম, সাং- বাঁশপুকুর, সর্বথানা-পুটিয়া, জেলা- রাজশাহী, (৫) মোঃ আশরাফুল ইসলাম (২৮) পিতা মোঃ আজাহার আলী (৬) পিতা মৃত মোজাহার আলী, উভয় সাং- মাটিয়াপাড়া, থানা ও জেলা-নাটোর  মোট ৬জনের নিকট হইতে গত ইং-২০/০৩/২০১৬ তারিখ বেলা অনুমান ১২.১৫ ঘটিকায় ৩,০০০০০ (তিন লক্ষ) টাকা  গ্রহন করে। পরবর্তীতে চাকুরী হইয়াছে বলিয়া গত ২০/১২/২০১৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় মোট ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ)টাকা সর্বমোট আসামীদ্বয় পরস্পর যোগাসাজসে  বর্ণিত ব্যক্তিদেরকে চাকুরী দেওয়ার নাম করিয়া প্রতারণা মূলক ভাবে ৪৩,০০,০০০/-টাকা গ্রহন করিয়া আত্মসাৎ করিয়াছে। এই সংক্রান্তে বগুড়া সদর থানায় মামলা নং-৪২ তারিখ ১২/১০/২০১৯ইং ধারা ৪০৬/৪২০ রুজু  হয়। মামলাটি এসআই নুর আলম তদন্ত করিতেছে।

 







সর্বশেষ সংবাদ