Posted Date
: 13 Oct 2019
Posted By
: Thana
বগুড়া মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ০২ কেজি গাঁজাসহ ০১ জন এবং মাদক সেবনকারী ০৮ জন গ্রেফতার
১৩ অক্টোবর, ২০১৯
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, বগুড়ায় কর্মরত এসআই (নিঃ) মোঃ শাহাদত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত ইং-১১/১০/২০১৯ তারিখ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালিন শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করা কারিল “অনিন্দ্য” পরিবহনের যাত্রীবাহী বাস হইতে ০২ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন আটক করে এবং ১২/১০/২০১৯ তারিখ শিবগঞ্জ থানাধীন রহবল পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক মোঃ জসিম (৩০), পিতা- মোঃ আশরাফুল ইসলাম এর গোয়াল ঘরের মধ্যে হইতে ০৮ জনকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় ০২টি মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ সংবাদ