Posted Date
: 12 Oct 2019
Posted By
: Thana
বগুড়া সদর থানায় গাঁজা সহ আসামী গ্রেফতার।
১২ অক্টোবর, ২০১৯
বগুড়া সদর থানাধীন নারুলী পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ বেল্লাল হোসেন সংগীয় এ,এসআই মোঃ নজরুল ইসলাম সংগীয় ফোসহ সহ আসামী মোঃ আশিকুর রহমান ওরফে আশিক ওরফে ডিজে (২২) পিতা মোঃ ওয়াজেদ আলী থানা- বগুড়া সদর, জেলা বগুড়াকে ইং-১২/১০/২০১৯তারিখ ১০.৪৫ ঘটিকার সময় ১০০গ্রাম গাঁজা সহ ধৃত করিয়া এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানায় একটি রুজু করা হইয়াছে।
সর্বশেষ সংবাদ