বগুড়া সদর থানায় গাঁজার গাছ সহ আসামী গ্রেফতার
১২ অক্টোবর, ২০১৯
strong>এসআই (নিরস্ত্র) সোহেল রানা, সদর থানা, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মোঃ এনামুল হক, এ,এসআই (নিঃ) মোঃ সোহেল রানা (১), এএসআই (নিরস্ত্র) সরদার মোঃ কায়েস, এএসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম সকলেই সদর থানা বগুড়া ও কং/১২৬৮ মোঃ রাব্বিল ইসলাম পুলিশ লাইন্স,বগুড়া সহ অভিযান পরিচালনা করিয়া পূর্বক ইং-১২/১০/২০১৯তারিখ সকাল ০৯.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মহিষবাথান ব্রীজের দক্ষিণ পার্শ্বে মহিষবাথান মৌজাস্থ আসামী ১। মোঃ মিঠু (৪০) পিতামৃতঃ ভেটু, সাং-মহিষবাথান, থানা-বগুড়া সদর, জেলা বগুড়া এর আবাদী জমির উত্তর পার্শ্বে আইলের পার্শ্বে মাঝ বরাবর পেঁপে গাছের পার্শ্বে একটি গাঁজা গাছএকটি ৯ফুট ২ইঞ্চি লম্বা তাজা সবুজ ডালপালা বিশিষ্ট কথিত গাঁজা গাছ । গাছটির ওজন শেখর সহ ২ কেজি ৬০০ গ্রাম উদ্ধার করিয়া এজাহার দায়ের করে। এ্ই সংক্রান্তে বগুড়া সদর থানায় মামলা হইয়াছে।