বগুড়া সদর থানায় ১৫০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩বছরের সাজা প্রাপ্ত আসামী রাসেল আকন্দ গ্রেফতার।
১১ অক্টোবর, ২০১৯
বগুড়া সদর থানায় কর্মরত এসআই মোঃ খোরশেদ আলম এ,এসআই মোঃ মাসুদ রানা সহ বগুড়া সদর সাধারণ ডায়েরী নং-৬৯০ তাং-১০/১০/২০১৯ইং মোতাবেক সংগীয় অফিসার সহ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং-১১/১০/২০১৯ তারিখ সকাল ০৭.০০ঘটিকায় আসামী রাসেল আকন্দকে বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী উত্তরপাড়াস্থ আসামী রাসেল আকন্দ এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর ধৃত করেন। ঐ সময় অজ্ঞাতনামা ২জন পালাইয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ রাসেল আকন্দ এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির ডান কোছায় নীল রংয়ের ৮ (আট)টি ইয়ার টাইট প্যাকেটে সাতটিতে ২০০x৭= ১৪০০পিচ অপরটিতে ১০০পিচ সর্বমোট (১৪০০+১০০) =১৫০০ (এক হাজার পাঁচশত) পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট ওজন ১৫০ গ্রাম উদ্ধার পূর্বক ইং-১১/১০/২০১৯ তারিখ সকাল ০৭.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পলাতক আসামী ২। মোঃ রুহুল আমিন (৪২) ৩। মোঃ ফারুক আসামী ৪। মোঃ শাওন(৩৫) কক্সবাজা এর নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামী রাসেল আকন্দ আত্মগোপন থাকিয়া পলাতক আসামী রুহুল আমিন ও ফারুক সহ উক্ত ইয়াবা ট্যাবেলেটগুলি অপর পলাতক আসামী শাওন কক্সবাজার এর নিকট হইতে সংগ্রহ পরস্পর যোগসাজস করিয়া ব্যবসা করিয়া আসিতেছিল বলিয়া জানায়। ধৃত ও পালাতক আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানার এফ আই আর নং-৩৭, তারিখ-১১ অক্টো, ২০১৯; জি আর নং-১০৮৬/২০১৯ ধারা- ৩৬(১) এর ১০ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হইয়াছে।