Posted Date
: 11 Oct 2019
Posted By
: Thana
বগুড়া নন্দিগ্রাম থানায় ৪০ গ্রাম গাঁজা সহ ০১জন আসামী আটক
১১ অক্টোবর, ২০১৯
অদ্য ইং-১০/১০/২০১৯ তারিখ এসআই(নিঃ) মোঃ মনোয়ারুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স নন্দীগ্রাম থানাধীন ১নং বুড়ইল ইউপির অর্ন্তগত ধুন্দার হাইস্কুল এর সামনে ২০.৩০ ঘটিকার সময় আসামী মোঃ আল আমিন হোসেন (২৩) পিতা মোঃ দেলবর, সাং-আপুছাগাড়ী থানা-নন্দীগ্রাম জেলা-বগুড়া কে গাঁজা বিক্রয় করা অবস্থায় আটক করেন। তাহার বিরুদ্ধে নন্দীগ্রাম থানার মামলা নং-০৯ তাং-১০/১০/২০১৯ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়।
সর্বশেষ সংবাদ