বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় ১০ লিটার চোলাইমদ সহ ০১ জন আসামী গ্রেফতার

০৯ অক্টোবর, ২০১৯

অদ্য ইং-০৮/১০/২০১৯ খ্রিঃ এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ নন্দীগ্রাম থানাধীন ২নং সদর ইউপির অর্ন্তগত ইসুবপুর গ্রামস্থ আসামী শ্রী কছের চন্দ্র উরাও (৫৫) পিতা মৃত বন্ধন চন্দ্র উরাও কে ১০ লিটার চোলাইমদ সহ আটক করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানার মামলা নং-০৮ তাং-০৮/১০/২০১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪ ধারা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ