বগুড়া জেলার মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার

০৮ অক্টোবর, ২০১৯

> বগুড়ার শিবগঞ্জ  উপজেলার  মোকামতলা ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক ১
বগুড়ার শিবগঞ্জ থানার  মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালে পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের  ০৭/১০/২০১৯ তারিখ রাত্রি ০২.০০ ঘটিকার সময় ঢাকা মেট্রো-ব-১৫-২৭২৭ গাড়ী সংকেত দিয়ে চেকিং করার কালীন সময়ে বাসের মধ্যে থাকা  এফ-৩ আসনের যাত্রী বেশে বসে এক যুবকের দেহ তল্লাশী করা হয়। উক্ত সময়ে তার নিকট থাকা একটি ব্যাগের ভিতরে থাকা ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও যুবককে আটক করা হয়। আটকৃত যুবক দিনাজপুর জেলার, ফুলবাড়ী থানার বাকুড়া গ্রামের মইনুদ্দিন তালুকদার এর ছেলে মোঃ মিস্টার আলী (২৯)। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।







সর্বশেষ সংবাদ