Posted Date
: 08 Oct 2019
Posted By
: Thana
বগুড়া জেলার গাবতলী থানায় ফেন্সিডিল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার
০৮ অক্টোবর, ২০১৯
এসআই মোঃ রিপন মিঞা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ০৭/১০/১৯ তারিখ ১৫.৫০ ঘটিকার সময় গাবতলী থানাধীন দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম বাজারস্থ উজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করিয়া আসামী ১। মোঃ মিলন মিয়া (২৬), পিতা-মোঃ অলমেছ আলী, সাং-পাঠানপাড়া দক্ষিনপাড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া ফেন্সিডিল বিক্রয় করাকালে হাতেনাতে ধৃত করেন। ধৃত আসামীর নিকট হইতে ভারতীয় তৈরী ০২(দুই) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে গাবতলী মডেল থানার, মামলা নং-০৩, তাং-০৭/১০/১৯ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(ক)/৪১ রুজু হয়।
সর্বশেষ সংবাদ