Posted Date
: 07 Oct 2019
Posted By
: District
বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র ও অর্থ বিতরন
০৭ অক্টোবর, ২০১৯
শারদীয় দূর্গোৎসব পালন উপলক্ষে ৭অক্টোবর সোমবার পৌর এলাকার সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র ও অর্থ বিতরন করা হয়েছে। এ উপলক্ষে পৌর মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে ও থানার এসআই আব্দুস সালাম এর সঞ্চালনায় এক আলেচনা সভায় প্রধান অতিথি হিসাবে বগুড়ার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, বিশেষ অতিথি হিসাবে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার কে,এইচ,এম এরশাদ দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বস্ত্র ও অর্থ বিতরনের পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।
সর্বশেষ সংবাদ