ইং-২৭/০৭/২০২১ তারিখ বগুড়া সদর থানা হতে ২০ জন আসামী কোর্টে প্রেরণ

১০ অগাস্ট, ২০২১

ইং ২৭/০৭/২০২১ তারিখ বগুড়া সদর থানা হতে জিআর পরোয়ানা মূলে ০২ জন, নিয়মিত মামলায় ১৬ জন, ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০১ জন, পুলিশ আইনের ২৪ ধারায় ০১ জনসহ সর্ব মোট ২০ জন গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ