Posted Date
: 07 Oct 2019
Posted By
: Thana
বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় ২০০০(দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলা আসামী গ্রেফতার।
০৭ অক্টোবর, ২০১৯
ইং ০৭/০৬/২০১৯ ইং এসআই(নিঃ) মোঃ খাইরুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আল-আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স সহ দুপচাঁচিয়া থানা এলাকায় গ্রফতারী পরোয়ানা তামিল এবং মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৯.৩০ ঘটিকার সময় দুপচাঁচিয়া থানাধীন ভাতহান্ডা গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোছাঃ রেশমা খাতুন এর বাড়ীর শয়ন ঘরের কাঠের চৌকিতে বিশেষভাবে তৈরী বক্সের ভিতর হইতে ২,০০০(দুই হাজার) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ এক মহিলা গ্রেফতার করেন।
সর্বশেষ সংবাদ