বগুড়া জেলার নন্দীগ্রাম থানার গাঁজা ও মাদক সেবন করায় ০৪ জন আসামী গ্রেফতার।
০৭ অগাস্ট, ২০২১
এসআই(নিঃ) মোঃ রেজাউল করিম নন্দীগ্রাম থানা, বগুড়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ ইদ্রিস আলী(৪২), পিতা-মৃত উজির উদ্দিন প্রামানিক, মাতা-মোছাঃ কছিমুন বিবি, সাং-তেঘরী, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা, ইং ০৬/০৮/২০২১ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন ১নং বুড়ইল ইউপির অর্ন্তগত তেঘরী গ্রামস্থ মোঃ ইদ্রিস আলী(৪২), পিতা-মৃত উজির উদ্দিন প্রামানিক এর বসত বাড়ীর সামনে ইট সোলিং রাস্তার উপর হইতে ধৃত করে। উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থাকায় ইতিপূর্বে ০৩ মাদক মামলা রুজু আছে। অপরদিকে এসআই(নিঃ) এটিএম রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। শ্রী রাজিব চৌধুরী(৩৩), পিতা-মৃত গনেশ চৌধুরী, ২। শ্রী গোপাল কুমার কর্মকার(৩২), পিতা-শ্রী সহাদেব চন্দ্র কর্মকার, উভয় সাং-রণবাঘা, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া, ৩। মোঃ মামুনুর রশিদ(৩৫), পিতা-মোঃ ইব্রাহিম আলী, সাং-বিবি আধখোলা, থানা-সিংড়া, জেলা-নাটোরগণ মাদকদ্রব্য সেবন করিয়া মাতলামী করা অবস্থায় ইং-০৬/০৭/২০২১ তারিখ ২৩.৫৫ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন ২নং সদর ইউপির অর্ন্তগত রনবাঘা বাজারস্থ রনবাঘা গরুর হাট অফিসের সামনে পাকা রাস্তার উপর ধৃত করে