Posted Date
: 31 Jul 2021
Posted By
: Thana
কাহালুতে মাদকদ্রব্য ২০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩১ জুলাই, ২০২১
এসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় এসআই মোঃ খয়ের উদ্দিন ও এএসআই মোঃ ইলিয়াস রহমান সকলেই কাহালু থানা, বগুড়া সঙ্গীয় ফোর্স সহ কাহালু থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কাহালু থানাধীন কালাই ইউপিস্থ চীশতিয়া কালিমিয়া দরবার শরীফ এর ১নং গেইটের পূর্বপার্শ্বে পাকা রাস্তা উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা- মোঃ লাকী খান গ্রাম- নলডুবি সোনারপাড়া , /থানা- শিবগঞ্জ, জেলা –বগুড়াকে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশী করে ২৬-০৭-২০২১ তারিখ ২৩.২০ ঘটিকায় ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন। এ সংক্রান্তে কাহালু থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ