ইং-০৬/০৭/২০২১ তারিখ বগুড়া সদর থানা হতে জুবাইর হত্যা মামলার ০৫ জন আসামী কোর্টে প্রেরণ

০৬ জুলাই, ২০২১

ইং-০৬/০৭/২০২১ তারিখ বগুড়া সদর থানা হতে জুবায়ের হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ নূর আলম আকন্দ (৩৮), ২। মোঃ এনামুল হক আকন্দ (৩২), উভয় পিতা-মোঃ মনছুর আলী আকন্দ, ৩। মোঃ আমিনুর ইসলাম @ আমিনুল (২২), পিতা-মোঃ শুকুর আলী, সর্ব গ্রাম-মালগ্রাম দক্ষিণ পাড়া, ৪। মোঃ জাকির হোসেন খান (৩৮), পিতা-মোঃ আঃ মান্নান, গ্রাম-মালগ্রাম মধ্যপাড়া (দইলাগাড়ী পাড়), ও তদন্তে প্রাপ্ত আসামী ৫। মোঃ ইসমাইল হোসেন সাগর (২৯), পিতা-মোঃ আঃ সালাম, গ্রাম- খান্দার (বিলের পশ্চিম পাড়) সর্ব থানা ও জেলা-বগুড়াগনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ