Posted Date
: 06 Oct 2019
Posted By
: Thana
বগুড়া সদর থানায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।
০৬ অক্টোবর, ২০১৯
অদ্য ০৫.১০.২০১৯ তারিখ ০৪.০৫ মিঃ এর সময় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জনাব এসএম বদিউজ্জামান স্যারের নেতৃত্বে এএসআই মোঃ এনামুল হক সঙ্গীয় এএসআই মোঃ রাশিদুল ইসলাম ফোর্সসহ নুনগোলা বাজারে অভযান করিয়া সি আর মামলায় ০২(দুই) বছরের সাজাপ্রাপ্ত এবং আরও তিনটি সি আর পরোয়ানা ভুক্ত আসামি (১) মোঃ মিজানুর রহমান, পিং- মৃত ফয়েজ উদ্দিন মন্ডল, সাং- রজাকপুর, থানা ও জেলা- বগুড়াকে গ্রেফতার করেন। বগুড়ায় আর ছদ্মবেশী অপরাধীদের স্থান নাই।
সর্বশেষ সংবাদ