বগুড়া সদর থানায় ইয়াবা ব্যবসায়ী আবু সালেহ@ রিপু গ্রেফতার।

০৬ অক্টোবর, ২০১৯

পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ২৫( পঁচিশ) পিচ্ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু সালেহ@ রিপু(৩৩) পিতা মোঃরুস্তম আলী সাংবুজরুক বাড়ীয়া ( বোয়ালিয়া মধ্যপাড়া) থানা ও জেলা বগুড়া কে অদ্য ০৫/১০/২০১৯ তারিখে  আটক করে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ইতোপূর্বের ২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।







সর্বশেষ সংবাদ