বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১(এক) টি গাঁজা গাছ (ক্যানাবিস), (যাহা লম্বা ১০(দশ) ফুট,) সহ ০১ জন আসামী গ্রেফতার।
১৫ জুন, ২০২১
এসআই (নিরস্ত্র) মোঃ মোহাম্মাদ আলী, সংগীয় এসআই/মোঃ বেল্লাল হোসেন, এএসআই/মোঃ সোলায়মান হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ তাইজুল ইসলাম, সকলেই শিবগঞ্জ থানা, বগুড়া এবং ধৃত আসামী ১। মোঃ ফারুক @ ওমর ফারুক (৫০), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং- আমজানি দক্ষিনপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া এবং আসামীর বসত বাড়ীর পশ্চিম পাশে ছাপড়া ঘরের পিছনে সবজির বাগান হইতে উদ্ধারকৃত ০১ (এক)টি গাঁজার (ক্যানাবিস) গাছ, যাহা বহন ও সংরক্ষনের সুবিধার্থে খন্ড খন্ড করা হইয়াছে এবং জব্দ তালিকা সহ থানায় হাজির হইয়া ধৃত আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, শিবগঞ্জ থানার সাধারন ডাইরী নং- ৬৮১, তাং-১৪/০৬/২০২১ ইং মূলে শিবগঞ্জ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সময়ে ইং-১৪/০৪/২০২১ তারিখ ১৭.১০ ঘটিকার সময়ে শিবগঞ্জ থানাধীন আমজানি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শিবগঞ্জ থানাধীন আমজানি দক্ষিনপাড়া গ্রামস্থ আসামী মোঃ ফারুক @ ওমর ফারুক তাহার বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে ছাপড়া ঘরের পিছনে সবজির বাগানের মধ্যে ০১(একটি) টি গাঁজার গাছ (ক্যানাবিস) রোপন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে পরিচর্যা করিয়া আসিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার সহ ইং- ১৪/০৬/২০২১ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় আসামী মোঃ ফারুক @ ওমর ফারুক এর বসত বাড়ীতে পৌছিলে উক্ত আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পলানোর চেষ্টা কালে সংগীয় অফিসারের সহায়তায় তাহাকে গ্রেফতার করেন। অতঃপর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রোপন ও পরিচর্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে, তাহার বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে ছাপড়া ঘরের পিছনে সবজির বাগানের মধ্যে ০১ (একটি) টি গাঁজার গাছ (ক্যানাবিস) রোপন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে পরিচর্যা করিয়া আসিতেছিল। আসামীর স্বীকারোক্তি মোতাবেক আসামী ও সাক্ষীদের সহ বর্ণিত সবজির বাগানে গিয়া ০১ (একটি) টি ১০ ফুট লম্বা গাঁজার গাছ (ক্যানাবিস) দেখিতে পাই। তখন সাক্ষীদের সহায়তায় গাঁজার গাছটি মাটি হইতে উত্তোলন পূর্বক ওজন মাপক যন্ত্রের সাহায্যে ওজন করিয়া ডালপালা ও পাতা সহ গাঁজার গাছের মোট ওজন ২৮ কেজি পাইয়া ইং ১৪/০৬/২০২১ তারিখ ১৮.১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মুলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।