বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১(এক) টি গাঁজা গাছ (ক্যানাবিস), (যাহা লম্বা ০৯(নয়) ফুট,) সহ ০১ জন আসামী গ্রেফতার।

০৬ জুন, ২০২১

এসআই(নিরস্ত্র) মোঃ ইমরান হোসেন, সংগীয় এসআই/মোঃ বেল্লাল হোসেন, এসআই/মোঃ নাজমুল হক, এএসআই(নিঃ)/ মোঃ উজ্জল হোসেন, কং/১৩১৬ মোঃ মুন্নাফ সকলেই শিবগঞ্জ থানা, বগুড়া এবং ধৃত আসামী ১। মোঃ জান্নাতুল ফেরদৌস(৩৮), পিতা-মৃত বনজের আলী, সাং- উথলী পূর্বপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা-বগুড়ার  দেখানো মতে তাহার নিজ চাষাবাদকৃত ভোগদখলীয় জমি হইতে উদ্ধারকৃত ০১(এক)টি গাঁজার (ক্যানাবিস) গাছ ও জব্দ তালিকাসহ ইং ০৬/০৬/২০২১ তারিখ থানায় হাজির হইয়া ধৃত আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, শিবগঞ্জ থানার সাধারন ডাইরী নং-২৭৫, তাং-০৬/০৬/২০২১ ইং মূলে শিবগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সময়ে ইং- ০৬/০৬/২০২১ তারিখ ১৮.০৫ ঘটিকার সময়ে শিবগঞ্জ থানাধীন আমতলী মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শিবগঞ্জ থানাধীন উথলী গ্রামস্থ ধৃত আসামীর পত্তনকৃত ভোগদখলীয় জমিতে ০১(একটি) টি গাঁজার গাছ(ক্যানাবিস) বিক্রয়ের উদ্দেশ্যে রোপন করিয়া পরিচর্যা করিয়া আসিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উহার সত্যতা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ০৬/০৬/২০২১ তারিখ ১৮.২০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন উক্ত ঘটনাস্থলে উপস্থিত হইয়া ০১(এক) টি গাঁজার গাছ দেখিতে পাই এবং ধৃত আসামী মোঃ জান্নাতুল ফেরদৌস পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাহাকে ধৃত করেন। ধৃত আসামীকে গাঁজার গাছ রোপন করার কথা জিজ্ঞাসা করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত গাঁজার গাছ রোপন করিয়াছে বলিয়া স্বীকার করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী সহ আরো লোকজনের উপস্থিতিতে উক্ত ০১(এক) টি গাঁজা গাছ (ক্যানাবিস), যাহা লম্বা ০৯(নয়) ফুট, যাহার কাঁচা অবস্থায় ডাল পালা, পাতাসহ মোট ওজন ০২ কেজি ২০০ গ্রাম, ধৃত আসামীর দেখানো মতো ইং ০৬/০৬/২০২১ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় উক্ত গাঁজার গাছ(ক্যানাবিস) আলামত হিসাবে জব্দ করিয়া জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ পূর্বক আলামত ও ধৃত আসামীকে নিজ হেফাজতে গ্রহণ করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ