বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৬৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন আসামী গ্রেফতার।
০৬ জুন, ২০২১
এসআই (নিঃ) মোঃ স্বপন মিয়া, শিবগঞ্জ থানা, বগুড়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধৃত আসামী ১। মোছাঃ আলেছা বেগম(৬০), স্বামী- মোঃ লালু মিয়া, সাং- গড় মহাস্থান মালখালী, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া এর হেফাজত হইতে উদ্ধারকৃত ৬৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, যাহার ওজন ৬৬০০ মিঃ লিঃ ও প্রস্তুতকৃত জব্দ তালিকাসহ থানায় হাজির হইয়া ধৃত আসামী সহ পলাতক আসামী ২। মোঃ আলম মিয়া(৪২),পিতা-মোঃ লালু মিয়া, ৩। মোছাঃ তুহিন বেগম(৩৭), স্বামী-মো আলম মিয়া, উভয় সাং- গড়মহাস্থান মালখালী, ৪। মোঃ আনোয়ার হোসেন (২৫), পিতা-মোঃ তোতা মিয়া, সাং- গড়মহাস্থান জিয়ৎকুপ, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা- বগুড়াদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, শিবগঞ্জ থানার সাধারন ডায়রী নং- ২০০, তারিখ- ০৪/০৬/২০২১ ইং মূলে অত্র থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ডিউটি করাকালে মহাস্থানগড় ঈদগাহ মাঠে অবস্থান কালে ইং- ০৫/০৬/২০২১ তারিখ রাত্রি ০০.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শিবগঞ্জ থানাধীন গড়মহাস্থান মালখালী সাকিনস্থ ধৃত আসামী মোছাঃ আলেছা বেগম(৬০) এর বসত বাড়ীর ভিতর উক্ত আসামী কতিপয় ব্যক্তির সহায়তায় মাদকদ্রব্য ফেন্সিডিল মাদক সেবীদের নিকট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখিয়া অবস্থান করিতেছে। উক্ত সংবাদটি অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমার সংগীয় ফোর্স এবং অত্র থানার মহাস্থান ডিউটি পার্টির ইনচার্জ এএসআই/ ইস্রাফিল হোসেন, ০৫/০৬/২০২১ রাত্রি ০০.৩০ ঘটিকায় বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামীগন পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোছাঃ আলেছা বেগমকে আটক করেন। উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে নারী কং/১৪০৪ মোছাঃ আয়েসা সিদ্দিকার সহায়তায় তল্লাশিকালে ধৃত আসামী মোছাঃ আলেছা বেগম এর দেখানো মতে আসামীর বসত বাড়ীর পশ্চিম পাশের্^ শয়ন ঘরের মধ্যে খাটের নিচে হইতে একটি সাদা শপিং ব্যাগ (যাহার গায়ে কুমিল্লা খাদিঘর এ্যান্ড ওড়না হাউজ ছমির উদ্দিন নিউ মার্কেট ২য় তলা বগুড়া সহ অন্যান্য লেখা আছে) এর ভিতরে রক্ষিত অবস্থায় মোট ৬৬ (ছিষট্টি) টি প্লাষ্টিকের ইনটেক ফেন্সিডিলের বোতল, প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codenie phosphate Cough Linctus PHENSEDYL 100ml সহ ইংরেজী ও হিন্দিতে অন্যান্য লেখা আছে । প্রতিটি বোতলের ওজন ১০০মিলি. সর্ব মোট ওজন ৬৬০০(ছয় হাজার ছয়শত)মিলি. উদ্ধার পূর্বক স্বাক্ষীদের উপস্থিতিতে ইং-০৫/০৬/২০২১ তারিখ ০০.৪৫ ঘটিকার সময় জব্দ করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।